শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

এসিল্যান্ড পরিচয়ে বিকাশে টাকা দাবি

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৭, ২০২৫
১১:৫৩ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ  :

সিরাজগঞ্জের শাহজাদপুরে সহকারী কমিশনারের (ভূমি) নাম করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে।

বুধবার দুপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা বাজার, রতনকান্দি বাজার ও ডায়া বাজারের অন্তত ১৫টি দোকান থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা জানান, বুধবার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের উদ্যোক্তা মো. সোহেল রানার মোবাইল ফোনে (০১৮৬০ ৪৯১৮৩৩) কল আসে। অপরপ্রান্ত থেকে এসিল্যান্ডের পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের দফাদার সুকুমারকে চাওয়া হয়। সুকুমারকে ফোন দেওয়া হলে বলা হয় ইউনিয়নের মিষ্টির দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যারা টাকা দেবে তাদের দোকানে ভ্রাম্যমাণ আদালত যাবে না। তার কথা মতো দফাদার সুকুমার নগরডালা বাজারের মিষ্টির দোকানদার সুভদ্র ও কৃষ্ণ চন্দ্র রায়কে নিয়ে গৌতম দাস, গোপেন, সন্তোষ মোদক এবং ময়না দত্তের মিষ্টির দোকান থেকে ১০ হাজার টাকা তোলেন। একইভাবে রতনকান্দি বাজার থেকে সাদ্দাম, আরিফ, জয়নাল ও লিটনের দোকান থেকে ১০ হাজার ৩শ টাকা, ডায়া বাজার থেকে ৮ হাজার ৩শ টাকা তুলে (০১৬২২৮৬৯৯৮৩) বিকাশে টাকা পাঠিয়ে দেওয়া হয়। টাকা পাঠানোর পর নাম্বার বন্ধ হয়ে যায়।

পরে সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান জানান, প্রতারক চক্র সহজসরল দোকানদারদের কাছে এসিল্যান্ড পরিচয় ব্যবহার করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীদের শাহজাদপুর থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।