সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

হত্যা মামলায় শাজাহান – পলকসহ ৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত

Fresh News রিপোর্ট
এপ্রিল ২১, ২০২৫
২:২৩ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

রাজধানীর কয়েকটি থানার পৃথক মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে তাদের গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা যায়। এই মামলায় অন্য আসামিরা হলেন, কামাল আহমেদ মজুমদার, আমীর হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির দিলীপ কুমার আগারওয়াল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।

মামলার এজহার থেকে জানা যায়, রাজধানীর শাহবাগ থানাধীন এলাকায় ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় আমীর হোসেন আমু, আনিসুল হক, শাজাহান খান, একই থানাধীন পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যা মামলায় আনিসুল হক, জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত।