বুধবার
৬ই আগস্ট, ২০২৫
২২শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শপথ শুধু আনুষ্ঠানিকতা, দায়িত্ব নিতে প্রস্তুত: ইশরাক

Fresh News রিপোর্ট
মে ২৩, ২০২৫
৮:২৬ অপরাহ্ণ

‘শপথ কেবল একটা ফরমালিটি’ উল্লেখ করে জনতার মেয়র হিসেবে দায়িত্ব পালনে প্রস্তুতির কথা জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কোরবানির ঈদের আগেই বর্জ্য ব্যবস্থাপনায় যথাযথ প্রস্তুতি নিশ্চিত করাই এখন তার অগ্রাধিকার।

ইশরাক জানান, উত্তর সিটি করপোরেশনের নতুন মেয়র দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি স্থানীয় প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহায়তা করবেন। পাশাপাশি দক্ষিণে সাবেক কাউন্সিলর ও আগের নির্বাচনের প্রার্থীদের সমন্বয়ে জোনভিত্তিক একটি মনিটরিং টিম গঠনের কথাও বলেন তিনি। বিকেলের মধ্যেই পরিচ্ছন্ন পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়ে জানান, দক্ষিণের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে তিনিও সরাসরি থাকবেন।

গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন। পরে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার শপথ অনুষ্ঠানের জন্য চিঠি পাঠায়। কিন্তু দীর্ঘ সময়েও শপথ কার্যকর না হওয়ায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভে নামে।

অন্যদিকে, ওই রায় ও গেজেট স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ একটি রিট করেন, যা হাইকোর্ট বৃহস্পতিবার খারিজ করে দেয়। এতে ইশরাকের মেয়র পদে দায়িত্ব নেওয়ার পথ খুলে যায়।