বুধবার
৬ই আগস্ট, ২০২৫
২২শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আলোচনার মাধ্যমে সমঝোতা চান এবি পার্টির চেয়ারম্যান

Fresh News রিপোর্ট
মে ২৩, ২০২৫
৮:২৮ অপরাহ্ণ

রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, বরং আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শুক্রবার বিকেল ৪টায় বিজয়নগরের দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ইঙ্গিত জাতির মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে। এ অবস্থায় কোনো একক সিদ্ধান্ত না নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে হবে। মঞ্জু জানান, সরকারের বিভিন্ন দিক থেকে নিয়ন্ত্রণহীন অবস্থার কারণে সংকট ঘনীভূত হচ্ছে এবং সম্প্রতি সেনাপ্রধানের বক্তব্যকে ঘিরেও নতুন ধোঁয়াশা তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, ছাত্রদের আন্দোলনের সঙ্গে সরকারের উপদেষ্টারা সঠিক সমন্বয় করতে পারেননি। এমনকি এনসিপির কিছু কর্মকাণ্ড ও বিবাদ রাজনৈতিক ঐক্য বিনষ্ট করেছে। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলও কখনো সংস্কার, কখনো বিচার, কখনো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে প্রশাসনিক কার্যকারিতা ব্যাহত করেছে।

সেনাপ্রধানের বক্তব্যকে ঘিরে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মঞ্জু। তিনি বলেন, সেনাপ্রধানের বক্তব্য যদি সরকারি ব্যাখ্যা ছাড়া প্রচারিত হয়, তবে তা জাতির জন্য বিভ্রান্তিকর। সেনাবাহিনীর সঙ্গে সরকারের সমন্বয় না থাকলে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাঠামোই প্রশ্নবিদ্ধ হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এনসিপি প্রধান নাহিদ ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা প্রকাশের যে খবর ছড়িয়েছে তা উদ্বেগজনক। মঞ্জুর মতে, পদত্যাগ কোনো সমাধান নয় বরং তা ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি করবে। সব পক্ষের মধ্যে আন্তরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সুষ্ঠু সমাধান সম্ভব।

সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা ছাড়াও ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।