বুধবার
৬ই আগস্ট, ২০২৫
২২শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৬০, আহত ৩৮৮

Fresh News রিপোর্ট
জুন ১০, ২০২৫
১০:০৬ পূর্বাহ্ণ

সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ৬০ জন এবং আহত হয়েছেন আরও ৩৮৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৯২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ২২৭ জনে। এই প্রাণঘাতী সংঘাত শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন গাজার শাসকগোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায় এবং ১২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়।

প্রথম দফায় টানা ১৫ মাসের অভিযান চালানোর পর আন্তর্জাতিক চাপের মুখে ২০২৪ সালের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে মাত্র দুই মাস পর, গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় দ্বিতীয় দফার অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই নতুন ধাপে ইতোমধ্যে ৪ হাজার ৬৪৯ জন নিহত হয়েছেন এবং প্রায় ১৪ হাজার ৫৭৪ জন আহত হয়েছেন।

জিম্মিদের উদ্ধারের লক্ষ্যে সামরিক অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে আইডিএফ। ধারণা করা হচ্ছে, এখনো অন্তত ৩৫ জন জিম্মি জীবিত রয়েছেন। অন্যদিকে, জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার গাজায় হামলা বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে নিঃশেষ এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান থামবে না।

সম্প্রতি যুক্তরাষ্ট্র গাজায় দুই মাসের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে ইসরায়েল সম্মতি জানালেও হামাস এখনো তা অনুমোদন করেনি। বিষয়টি নিয়ে মধ্যস্থতা চলছে। একইসঙ্গে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।