বুধবার
৬ই আগস্ট, ২০২৫
২২শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

রবীন্দ্র স্মৃতিবাড়ি ভাঙচুর নিয়ে মোদিকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Fresh News রিপোর্ট
জুন ১৩, ২০২৫
১০:২৩ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে ভাঙচুরের ঘটনায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিকভাবে কঠোর বার্তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) ‘হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চিঠিতে মমতা উল্লেখ করেছেন, এই ঘটনা শুধু বিস্ময়করই নয়, এটি গভীরভাবে দুর্ভাগ্যজনক। তার মতে, বাংলার মানুষের দৃষ্টিতে এটি যেন কবিগুরুর উত্তরসূরির ওপর সরাসরি আঘাত।

চিঠিতে আরও বলা হয়, বাংলা ভাষা ও সাহিত্য যে রবীন্দ্রনাথের কাছে কতটা ঋণী, তা অস্বীকার করার উপায় নেই। তাই তাঁর স্মৃতিরক্ষিত স্থানে এমন বর্বর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে জোর দিয়ে লিখেছেন, যারা এই জঘন্য কাজ করেছে, তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কড়া আলোচনা করা হোক এবং আন্তর্জাতিক মহলে যেন এ নিয়ে প্রতিবাদ উঠে আসে।

অন্যদিকে, ভারতের পক্ষ থেকেও বাংলাদেশের শাহজাদপুরে এই ঘটনাকে কেন্দ্র করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহান ব্যক্তির স্মৃতি রক্ষায় দুই দেশের সম্মানজনক ভূমিকা প্রয়োজন বলে মনে করা হচ্ছে।