রোববার ভোরে ইরান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে মিসাইল হামলা চালিয়েছে। এই হামলায় তেলআবিবসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ভবন আংশিক বিধ্বস্ত হয়েছে এবং বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় অনেক মানুষ আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাইমস অব ইসরায়েল-এর খবরে বলা হয়েছে, ইরানের এই সর্বশেষ হামলায় মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে মিসাইল আঘাত হেনেছে। বাত ইয়ামে একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকর্মীরা।
ইসরায়েলের ফায়ার ও রেসকিউ সার্ভিস জানিয়েছে, রেহেবোতের একটি ভবনে সরাসরি মিসাইলের আঘাত লেগেছে। এছাড়া তেলআবিবে একটি অবকাঠামো এবং কিরইয়াত একরনের একটি শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এই মিসাইল হামলা ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে। ঘটনাস্থলগুলোতে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।