বুধবার
৬ই আগস্ট, ২০২৫
২২শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইসরায়েলের আকাশসীমা নিয়ন্ত্রণে তেহরান, দাবি কর্নেল ইমান তাজিকের

Fresh News রিপোর্ট
জুন ১৮, ২০২৫
১০:৫৮ পূর্বাহ্ণ

ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখার কর্নেল ইমান তাজিক। মঙ্গলবার রাতে ইসরায়েল লক্ষ্য করে চালানো দু’দফা ক্ষেপণাস্ত্র হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই দাবি করেন।

কর্নেল তাজিক বলেন, মঙ্গলবার রাতের হামলা প্রমাণ করে দখলদার বাহিনীর আকাশসীমায় ইরানই এখন কর্তৃত্ব করছে এবং সাধারণ মানুষ ইরানের হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়েছে।

এর আগে ওই দিন রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এর প্রতিক্রিয়ায় শুরু হয় ইরানের পাল্টা সামরিক অভিযান।

গত ১৩ জুন ভোরে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে এক সামরিক অভিযানে ইরানের রাজধানী তেহরানসহ আটটি শহরের অন্তত ১০০ স্থাপনায় হামলা চালায়। এই হামলায় নিহত হন ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ প্রায় ৪৫০ জন।

জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ’ নাম দিয়ে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এই হামলায় এখন পর্যন্ত ৫ শতাধিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

মধ্যপ্রাচ্যে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছে অঞ্চলের সাধারণ মানুষ।