বুধবার
৬ই আগস্ট, ২০২৫
২২শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

Fresh News রিপোর্ট
জুন ১৮, ২০২৫
১১:০১ পূর্বাহ্ণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে তা হবে বেআইনি এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ডনের পরিচালক ও আইনজীবী সারাহ লিয়া উইটসন। আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে সরাসরি লক্ষ্য করে একাধিকবার মন্তব্য করেছেন, যার মধ্যে ছিল—‘আমরা জানি তিনি কোথায় আছেন’, ‘তিনি সহজ লক্ষ্যবস্তু’, এবং ‘আমরা তাকে বের করে আনবো, অন্তত এখনই নয়’। এসব মন্তব্যকে কেন্দ্র করেই সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উইটসন।

আল জাজিরাকে দেওয়া বক্তব্যে উইটসন বলেন, যুক্তরাষ্ট্র নিজেই যখন বলছে তারা ইরানের সঙ্গে আনুষ্ঠানিক যুদ্ধে নেই, তখন কোনো সামরিক প্রক্রিয়া ছাড়া খামেনিকে হত্যা করলে তা হবে সম্পূর্ণ বেআইনি ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্পের এই ধরনের উত্তেজনাকর ও যুদ্ধোন্মুখ বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল ও অস্থির করে তুলছে।

এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ট্রাম্প একের পর এক আক্রমণাত্মক পোস্টে খামেনিকে হুমকি দিয়ে যাচ্ছেন। মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেওয়া একাধিক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের আকাশসীমা এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে।

বিশ্বজুড়ে এই পরিস্থিতি গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। ট্রাম্পের যুদ্ধংদেহী অবস্থান এবং খামেনিকে কেন্দ্র করে তার প্রকাশ্য হুমকির পর আন্তর্জাতিক মহলে সম্ভাব্য সংঘাতের মাত্রা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।