বুধবার
৬ই আগস্ট, ২০২৫
২২শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইরানে হামলার পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদন

Fresh News রিপোর্ট
জুন ১৯, ২০২৫
১০:০৯ পূর্বাহ্ণ

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে এখনই চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না তিনি। মূলত তেহরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কি না, সেটিই দেখতে চাইছেন ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার রাতে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প হামলার পরিকল্পনায় সম্মতি দেন। তবে সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই তিনি দেখতে চান, ইরান পারমাণবিক সমৃদ্ধিকরণ কার্যক্রম বন্ধ করে কি না। হামলার সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ফোর্দোর পারমাণবিক স্থাপনা, যা পাহাড়ের নিচে অবস্থিত এবং সাধারণ অস্ত্রে ধ্বংস করা প্রায় অসম্ভব।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি হামলা চালাতেও পারেন, আবার নাও করতে পারেন। তবে তিনি ইরানের প্রতি আবারও “নিঃশর্ত আত্মসমর্পণের” দাবি পুনর্ব্যক্ত করেন এবং ইঙ্গিত দেন, আগামী সপ্তাহের মধ্যেই গুরুত্বপূর্ণ কিছু ঘটতে পারে।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না এবং যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে, তবে তার ফলাফল হবে মারাত্মক ও অপূরণীয়।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বাড়িয়েছে সামরিক উপস্থিতি। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছে তৃতীয় একটি ডেস্ট্রয়ার, এবং আরব সাগরের দিকে পাঠানো হয়েছে আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ।

পেন্টাগন জানিয়েছে, এসব পদক্ষেপ প্রতিরক্ষামূলক হলেও ট্রাম্প চাইলে আক্রমণে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে এগুলো গুরুত্বপূর্ণ। এটি তেহরানের ওপর কৌশলগত চাপও তৈরি করছে যাতে তারা পারমাণবিক বিষয়ে ছাড় দিতে বাধ্য হয়।