ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে গভীর উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির শীর্ষ নেতারা এক বিবৃতিতে ইসরায়েলকে মানবতা ধ্বংসকারী দানব আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।
শনিবার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান জানান, অবৈধ রাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যা বৈশ্বিক শান্তির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের মতে, ইসরায়েল শুধু একটি রাষ্ট্র নয়, বরং মানবতার বিরুদ্ধে দাঁড়ানো এক ভয়ংকর শক্তি।
বিবৃতিতে নেতারা বলেন, মুসলিম বিশ্বের আর নীরব থাকার সময় নেই। এখন প্রয়োজন জ্ঞান, কৌশল ও ঐক্যের লড়াইয়ে প্রস্তুত হওয়া। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম বিশ্বকে এগিয়ে যেতে হবে, তবেই টিকে থাকা সম্ভব হবে আসন্ন চ্যালেঞ্জের মুখে।
হেফাজতের নেতারা অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন ধরে ইসরায়েলের প্রতিটি যুদ্ধাপরাধে প্রত্যক্ষ সমর্থন দিয়ে যাচ্ছে। বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দিয়ে ইসরায়েলকে আরও শক্তিশালী করেছে তারা। জার্মানি ও ইউরোপের কিছু প্রভাবশালী দেশও এই সমর্থনে অংশীদার।
তারা বলেন, যখন ফিলিস্তিনে গণহত্যা হয়, তখন আমেরিকা ও ইউরোপ নীরব থাকে, অথচ ইসরায়েল প্রতিরোধের মুখে পড়লেই তারা সরব হয়। এটি প্রমাণ করে, বিশ্বশান্তির নামে তারা কেবল যুদ্ধের জন্ম দিয়েছে।
হেফাজতের বিবৃতিতে আরও বলা হয়, ইরানকে উদ্দেশ্যমূলকভাবে যুদ্ধে ঠেলে দেওয়া হয়েছে, যাতে মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলোকে দুর্বল করা যায়। তারা একে ইসলাম ও মুসলিম জাতির বিরুদ্ধে আধুনিক যুগের ক্রুসেড বলে উল্লেখ করেন এবং দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন— ইসরায়েলের পতনের সঙ্গে আমেরিকা ও ইউরোপীয় সাম্রাজ্যবাদও ধ্বংস হবে।