২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাসহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।
রোববার (২২ জুন) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১১।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক ৪ জন মহাপরিদর্শক (আইজিপি), নির্বাচন কমিশনের সাবেক সদস্য ও কর্মকর্তারা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। মামলায় অভিযোগ করা হয়েছে, তারা ভয়ভীতি ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে জনগণের ভোট ছাড়াই প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেছেন, যা দণ্ডনীয় অপরাধ।
শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর দৃষ্টিতে অভিযুক্তরা সাংবিধানিক দায়িত্ব পালন না করে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম করেছেন। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত হবে।
বাদী সালাহ উদ্দিন খান জানান, বিগত তিনটি জাতীয় নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, তারা দলীয় প্রশাসনের মাধ্যমে নির্বাচন করেছেন। দিনের ভোট রাতে করে সরকার গঠন করেছেন শেখ হাসিনা। একইসঙ্গে ২০১৮ সালেও নির্বাচন কমিশনে এ সংক্রান্ত অভিযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তা আমলে নেওয়া হয়নি।
তিনি আরও জানান, এবার অভিযোগের সঙ্গে ছায়া লিপি ও আলামত সংযুক্ত করে থানায় জমা দেওয়া হয়েছে, যাতে আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়।
এই মামলার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যা পরবর্তী আইনি ও রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।