বুধবার
৬ই আগস্ট, ২০২৫
২২শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের পথে এগোচ্ছে জাতি

Fresh News রিপোর্ট
জুন ২৪, ২০২৫
১০:৩৩ পূর্বাহ্ণ

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে বিএনপি। এই বিষয়ে দেশ এগিয়ে চলেছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের সুর স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের তারিখ ও সময়সূচি নির্বাচন কমিশন সাধারণত কাছাকাছি সময়ে ঘোষণা করে থাকে, তাই এখন অপেক্ষাই একমাত্র করণীয়। তবে ফেব্রুয়ারির প্রথম দিকেই ভোট অনুষ্ঠিত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করা হচ্ছে।

তিনি জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার মধ্যে এ নিয়ে যে আলোচনা হয়েছে, তা সাধারণ মানুষের মধ্যে আশাবাদ তৈরি করেছে। এতে করে নির্বাচনের বিষয়ে যে অনিশ্চয়তা ও আশঙ্কা ছিল, তা অনেকটাই দূর হয়েছে।

তার ভাষায়, গোটা জাতি এখন একটি নির্বাচনমুখী ধারার মধ্যে প্রবেশ করেছে। সবাই একযোগে এগিয়ে যাচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে। দেশের রাজনৈতিক পরিবেশ একটি নতুন রূপ পাওয়ার পথে রয়েছে, যেখানে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

বৈঠকে উপস্থিত গণফোরামের নেতারাও বলেন, দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে এখন একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ এসেছে। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।