ফ্রেশ নিউজ :
রাজশাহীতে সাবেক এমপির ব্যক্তিগত সহকারীসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে হাসিনুর ইসলাম সজল (৩০) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের ব্যক্তিগত সহকারী ছিলেন।
অপরজন হলেন- সুমন আলী (২৭)। তিনি নাটোরের বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। সুমন বাগাতিপাড়া উপজেলার বদিউজ্জামানের ছেলে । গ্রেপ্তারকৃত সজল নগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া মহল্লার বাসিন্দাম ও সাইনুদ্দীন সান্টুর ছেলে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে আইন কলেজ মাঠে আড্ডা দেওয়ার সময় সুমন আলীকে চিনতে পেয়ে কয়েকজন আটক করে মারধর করে। এতে তার শার্ট ছিঁড়ে যায়। এসময় তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সুমনকে থানায় নিয়ে আসে।
এর আগে রোববার (২২ জুন) রাতে নগরের দক্ষিণ নওদাপাড়া থেকে হাসিনুর ইসলাম সজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরদিন সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।