সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: সিরাজগঞ্জে বিএনপির ১৩ নেতাকে শোকজ

Fresh News রিপোর্ট
জুন ২৫, ২০২৫
১১:২৬ পূর্বাহ্ণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ জেলা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির ১৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে জেলা বিএনপি। একই ঘটনায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২১ নেতাকর্মীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হকের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ২০ জুন শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজার জিয়ারতের সময় অভিযুক্ত নেতাকর্মীদের উপস্থিতিতে “টুকু ভাইয়ের সালাম নিন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন” স্লোগান দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্দেশ করে এ স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের শামিল বলে বিবেচিত হয়।

নোটিশে অভিযুক্তদের ৪৮ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার জেরে স্থানীয় রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। একদিন পর সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা স্লোগানে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন, আর ২২ জুন জামায়াতের পক্ষ থেকে পাল্টা সংবাদ সম্মেলনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।