সাম্য, ইনসাফ ও বৈষম্যহীন মানবিক সমাজ গঠনের মাধ্যমে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
রাজধানীর কাফরুলে থানা জামায়াত আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি বলেন, জুলাই বিপ্লবের সুফল পুরোপুরি ঘরে তুলতে হলে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জানান, আওয়ামী অপশাসন ও দুঃশাসনের অবসানে ছাত্র-জনতার ঐক্যের মধ্য দিয়ে এই বিপ্লব সংগঠিত হয়েছে, যদিও তা করতে হয়েছে অনেক আত্মত্যাগের বিনিময়ে।
পথসভায় সভাপতিত্ব করেন থানা জামায়াত আমির অধ্যাপক আনোয়ারুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এবং মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।
ডা. শফিকুর রহমান বলেন, ইনসাফপূর্ণ সমাজ গড়তে হবে যা হবে বিশ্বনবীর (সা.) আদর্শে পরিচালিত। সেখানে রাষ্ট্রই নাগরিকদের সকল সমস্যা সমাধানে ভূমিকা রাখবে এবং মানুষের তৈরি বিধানের বদলে কুরআন-সুন্নাহ ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এজন্য তিনি দলমত নির্বিশেষে সবাইকে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।