অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার মৌলিক সংস্কারের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার রাজধানীর ইস্কাটনে দলের রাজনৈতিক পরিষদের সভায় তিনি বলেন, সংসদ সদস্য হওয়াকে অলাভজনক করতে হবে এবং অন্তর্বর্তী সরকারকে সব ধরনের বিতর্ক থেকে সরে আসতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের পর আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর হবে। তার মতে, নির্বাচনকে বর্তমানে একটি রাজনৈতিক ব্যবসায় রূপান্তর করা হয়েছে, যা পরিবর্তন না হলে জনগণের আস্থা ফিরবে না।
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, কোনো দায়িত্বশীল সরকার দেশের প্রধান সমুদ্রবন্দর বিদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে পারে না। অন্তর্বর্তী সরকারের এককভাবে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকারও নেই বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, দেশের সম্পদ ও অধিকার রক্ষায় জনগণের পক্ষে অবস্থান নিতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল এবং মীর মোফাজ্জল হোসেন মোশতাক।