সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন: ৫ সদস্যের কমিটি গঠন

Fresh News রিপোর্ট
জুন ২৯, ২০২৫
৯:৪৫ অপরাহ্ণ

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন মোকাবিলায় একটি পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ জুন) সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। তবে কমিটির সদস্যরা ও তাদের কার্যপরিধি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, কমিটি এনবিআরের সংস্কারের বিষয়ে আলোচনা করবে এবং সবার মতামত শোনার সুযোগ থাকবে। এদিকে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, এনবিআর-এর আন্দোলনে সম্পৃক্ত ছয় কর্মকর্তা বর্তমানে দুদকের অনুসন্ধানে রয়েছেন। তবে বিষয়টি তার কনসার্ন ডিপার্টমেন্টের আওতায় না বলে মন্তব্য করেন।

রোববার বিকেল পৌনে ৬টার দিকে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শুরু হয় এবং সন্ধ্যা ৭টার পর তা শেষ হয়। বৈঠকে ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এলএফএমইএবি সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী এবং এমসিসিআই সভাপতি কামরান টি রহমান সহ অন্যান্যরা।

এদিকে, এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনরত অবস্থায় সরকার তাদের চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করেছে এবং আন্দোলনকারী কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। সরকার জানায়, যদি তারা কর্মস্থলে ফিরে না আসে, তাহলে জনগণ ও দেশের অর্থনীতির সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।