সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

Fresh News রিপোর্ট
জুলাই ১, ২০২৫
৭:৫১ পূর্বাহ্ণ

আজ পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, যার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’। দিবসটি ঘিরে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ ভবন ও সড়ক।

উদযাপন উপলক্ষে আলোকসজ্জায় সেজেছে উপাচার্য ভবন, ঐতিহাসিক কার্জন হল, কলা ভবন, টিএসসি এবং আশপাশের এলাকা। সকাল থেকেই শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে পায়রা চত্বরে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে দিনটির কর্মসূচির উদ্বোধন করবেন।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে, তবে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নীলক্ষেত ও ফুলার রোডের প্রবেশপথে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে, সংশ্লিষ্টদের বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, ঢাবি বরাবরই দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দিয়েছে। এবারও এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে পথচলা অব্যাহত থাকবে।