জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের মুখপাত্র নাহিদ ইসলাম। ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, সরকার দুইবার সময় দিয়েও কোনো ব্যাখ্যা ছাড়াই ঘোষণাপত্র প্রকাশে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, গত বছর ছাত্রনেতারা ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র দিতে চাইলেও সরকার সব দলের সঙ্গে আলোচনা করে একযোগে প্রকাশের প্রস্তাব দিলে তারা উদ্যোগ থেকে সরে দাঁড়ায়। এরপর সরকারের অনুরোধে খসড়া ঘোষণাপত্রও দেওয়া হয়, যার ভিত্তিতে সবপক্ষ মিলে একটি দলিল তৈরির কথা ছিল। কিন্তু সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং ব্যর্থতার কোনো কারণও প্রকাশ করেনি।
নাহিদ ইসলাম দাবি করেন, সরকার যদি উদাসীন থাকে, তবে তারা নিজেরাই ইশতেহার প্রকাশ করবেন এবং অন্য পক্ষগুলোকেও তাদের দলিল প্রস্তুতের আহ্বান জানাবেন। তিনি বলেন, ৫ আগস্টের মধ্যে ঘোষণাপত্র ও সনদ তৈরি না হলে সরকারের আর জুলাই উদযাপনের অধিকার থাকবে না।
জুলাই সনদের বিষয়ে তিনি বলেন, এটি হবে রাষ্ট্রীয় সংস্কারের একটি রাজনৈতিক ঐকমত্যের দলিল, যেখানে সংবিধানের সংশোধনী বিষয়ে রূপরেখা থাকবে এবং তা বাস্তবায়নের উপায় নির্ধারণ করা হবে গণভোট, গণপরিষদ কিংবা সংসদের মাধ্যমে।
তিনি জানান, আগামীকাল থেকে শুরু হচ্ছে জুলাই পদযাত্রা, যেখানে জনগণের সঙ্গে সরাসরি সংলাপ হবে।