সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ডেঙ্গুতে একদিনে ২৯৪ জন হাসপাতালে, মৃত্যু নেই

Fresh News রিপোর্ট
জুলাই ৫, ২০২৫
১০:২৬ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর অর্ধেকের বেশি রোগী বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শনিবার (৫ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে ১২৬ জন, চট্টগ্রামে ২৭ জন, ঢাকা বিভাগের সিটি এলাকার বাইরে ২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ জন এবং রাজশাহী বিভাগে ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, একই সময়ে সারাদেশে আরও ৩৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৭৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৫৪ জনে। আর ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৪৫ জন।