নির্বাচনে ব্যাপক অনিয়মের ক্ষেত্রে কেন্দ্র নয়, সম্পূর্ণ আসন বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে ফিরিয়ে দেওয়ার বিষয়টি আইনি দৃষ্টিকোণ থেকে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
বুধবার রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই নির্দেশনার কথা জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে বলা হয়, আগের সরকারের সময় এক উপ-নির্বাচনে সিসিটিভির মাধ্যমে অনিয়ম পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন পুরো একটি আসনের ভোট বাতিল করেছিল। তবে পরবর্তীতে আইন সংশোধনের মাধ্যমে কমিশনের সেই ক্ষমতা সংকুচিত করা হয়, যার ফলে বর্তমানে কেবল নির্দিষ্ট কেন্দ্রের ভোট বাতিলের সুযোগ রয়েছে।
প্রধান উপদেষ্টা মনে করেন, যদি কোনো আসনে ব্যাপক অনিয়ম হয়, তাহলে নির্বাচন কমিশনের উচিত হওয়া উচিত পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা থাকা। তাই এই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার বিষয়টি পুনরায় পর্যালোচনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।