সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ প্রধান উপদেষ্টার

Fresh News রিপোর্ট
জুলাই ৯, ২০২৫
৯:৩৪ অপরাহ্ণ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিসেম্বরের মধ্যেই সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধ এবং ভোটের আগে-পরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ডিসি, এসপি, ওসি এবং ইউএনওদের রদবদল র‍্যান্ডম পদ্ধতিতে করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

ভোটকে কেন্দ্র করে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হবে। তাদের প্রশিক্ষণ ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে আনসার, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর কার্যকর ডেপ্লয়মেন্ট পরিকল্পনা চূড়ান্ত করতে বলা হয়েছে।

বর্ডার এরিয়া ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কেমন ডেপ্লয়মেন্ট হবে, কোথায় স্ট্রাইক ফোর্স থাকবে, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রত্যেক ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলোর কার্যকর মনিটরিং নিশ্চিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে বলা হয়েছে।

ভোটে তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ১৮-৩২ বছর বয়সীদের জন্য আলাদা ভোটার তালিকা ও বুথের প্রস্তাবও দেওয়া হয়েছে। এ বিষয়ে লজিস্টিক দিক বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

প্রেস সচিব জানান, দেশের আনুমানিক ৪৭ হাজার ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ১৬ হাজার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাড়তি প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উপযুক্ত প্রশিক্ষণের অভাব থাকায় এবার তাদের নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ বাড়ানোর কথাও আলোচনায় এসেছে।

আগে নির্বাচনকালে চারদিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকলেও এবার তা বাড়িয়ে সাতদিন করার চিন্তাভাবনা করা হচ্ছে, যাতে সহিংসতা প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা যায়।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত থেকে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন।