সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাস্তব মূল্যায়নের মাধ্যমে প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফলাফল

Fresh News রিপোর্ট
জুলাই ১০, ২০২৫
১০:১৫ পূর্বাহ্ণ

মাত্র দুই মাসেরও কম সময়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রস্তুত করেছে শিক্ষা বোর্ডগুলো। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ১১টি শিক্ষা বোর্ড একযোগে এই ফলাফল প্রকাশ করবে, যা জানা যাবে অনলাইন, এসএমএস ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে।

এবার ফল তৈরিতে মূল গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষার্থীর প্রকৃত লেখার ভিত্তিতে। অতীতের মতো সহানুভূতির নম্বর বা খাতায় কিছু লিখলেই নম্বর দেওয়ার সংস্কৃতি থেকে সরে এসেছে বোর্ডগুলো। এতে করে ‘এ প্লাস’ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

দীর্ঘদিন পর সহানুভূতির নম্বর না দিয়ে কঠোরভাবে বাস্তবতার নিরিখে ফল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন বোর্ডের পরীক্ষকরা। ঢাবির অধ্যাপক ড. তৌহিদুল হক জানিয়েছেন, মানসম্পন্ন শিক্ষার্থী গড়তে হলে বাহুল্য নয়, গুণগত মূল্যায়ন জরুরি।

ফল প্রকাশে এবার থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। মন্ত্রী বা প্রধানমন্ত্রীর হাতে ফল হস্তান্তরের পরিবর্তে বোর্ডগুলো আলাদাভাবে নিজ নিজ ফলাফল প্রকাশ করবে। শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার জানান, ফল প্রকাশে এবার অযথা জাঁকজমক নয়, বরং গুরুত্ব দেওয়া হয়েছে গতি, নির্ভুলতা ও স্বচ্ছতায়।

এবার ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে, যার মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন। পরীক্ষাগুলো হয়েছে সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে।

তবে উদ্বেগজনক তথ্য এসেছে অনুপস্থিত শিক্ষার্থীদের নিয়ে। বোর্ড পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৬ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী ফরম পূরণের পরও পরীক্ষা দেয়নি। এর মধ্যে ৪২ শতাংশ অনুপস্থিত ছিল বিয়ের কারণে এবং তাদের ৯৭ শতাংশই কিশোরী ছাত্রী, অধিকাংশই গ্রামাঞ্চলের বাসিন্দা।

শিক্ষাবিদরা বলছেন, ‘মেয়েরা বড় হলেই বিয়ে দিতে হবে’—এই সমাজিক মানসিকতা এখনো প্রচলিত, যা কিশোরীদের শিক্ষাজীবন থামিয়ে দিচ্ছে। জরিপে আরও উঠে এসেছে, ৫১ শতাংশ অনুপস্থিত শিক্ষার্থী জানিয়েছে তারা আর পড়বে না, যাদের মধ্যে ৭৪ শতাংশই মেয়ে।

ফলাফল দেখা যাবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে। মোবাইলে এসএমএস করে জানতে লিখতে হবে – SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2025 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। দাখিল পরীক্ষার ফল জানা যাবে www.bmeb.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে।

প্রতিষ্ঠানভিত্তিক ফল দেখতে হবে https://eboardresults.com/v2/home ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর দিয়ে ‘Institution Result’ অপশন থেকে।

ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ১৫০ টাকা।

এবার পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ। ২০২৪ সালে অংশ নিয়েছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন এবং তার আগের বছর ২০২৩ সালে আরও ৪৮ হাজার বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল।

এসব পরিবর্তন এবং বাস্তবমুখী মূল্যায়নের মধ্য দিয়ে এবারকার এসএসসি ফলাফল শিক্ষাব্যবস্থায় নতুন এক মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।