সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সম্প্রচার ব্যবস্থাকে যুগোপযোগী করতে দুই মন্ত্রণালয়ের সমন্বয়ের উপর জোর

Fresh News রিপোর্ট
জুলাই ১০, ২০২৫
৮:৫৯ অপরাহ্ণ

জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কেবল টিভি, টিআরপি এবং ওটিটি প্ল্যাটফর্মের নীতিমালা যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

বৃহস্পতিবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সভায় কেবল টিভি ডিজিটালাইজেশন, টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবা এবং ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম–সংক্রান্ত নীতিমালা প্রণয়ন নিয়ে আলোচনা হয়।

উপদেষ্টা জানান, এসব খাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাশাপাশি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। কোন মন্ত্রণালয় কোন দায়িত্ব পালন করবে, তা এলোকেশন অব বিজনেস অনুযায়ী নির্ধারিত। তাই দুই মন্ত্রণালয়ের সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতেই সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়ন সম্ভব হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সম্প্রচার ব্যবস্থাকে আরও জনবান্ধব ও কার্যকর করতে হলে প্রযুক্তির মূল্যায়নভিত্তিক একটি পরিকল্পনা প্রণয়ন জরুরি। এতে সংশ্লিষ্ট অংশীজনদের অন্তর্ভুক্তির উপায় ঠিক করবে দুই মন্ত্রণালয়।

তিনি আরও আশা প্রকাশ করেন, লাইসেন্সিং, মনিটরিং এবং আয় সৃষ্টির (মনিটাইজেশন) ক্ষেত্রেও দুই মন্ত্রণালয় যৌথভাবে সিদ্ধান্তে পৌঁছাতে পারবে।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা, অ্যাটকো এবং কোয়াবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।