রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাকিন (১৪)।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। মাকিন গাজীপুর সদর উপজেলার কোনাপাড়া এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাকিনের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। মৃত্যুর সময় সে চিকিৎসাধীন ছিল। মাইলস্টোন দুর্ঘটনায় শুধু এই হাসপাতালে এখন পর্যন্ত ১৫ জন মারা গেছেন।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একই ইনস্টিটিউটের ফিমেল এইচডিইউ ইউনিটে মারা যায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০)। সে শরীয়তপুরের বাসুদেবপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
প্রসঙ্গত, গত ২১ জুলাই সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। ক্লাস চলাকালীন ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বহু শিক্ষার্থী ও শিক্ষক আহত হন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে এবং বিভিন্ন হাসপাতালে এখনও ৫১ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।