সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বৈদ্যুতিক খুঁটি ও বটগাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ, সেনাবাহিনীর তৎপরতায় উদ্ধার

Fresh News রিপোর্ট
জুলাই ২৬, ২০২৫
৯:৩২ অপরাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বেতিল বাজারের এলাকায় একটি বড় বৈদ্যুতিক খুঁটি এবং একটি বটগাছ হঠাৎ সড়কের ওপর ভেঙে পড়ে যাওয়ায় রাস্তা বন্ধ হয়ে যায়। এতে আনুমানিক সাতজন আহত হন বলে জানা গেছে।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পাশেই টহলে থাকা ১১ পদাতিক ডিভিশনের বেলকুচি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর তারা নিজস্ব ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে উদ্ধার অভিযান শুরু করেন। গাছ ও বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে রাস্তা যান চলাচলের উপযোগী করে তোলা হয়। সেনাবাহিনীর এই তাৎক্ষণিক পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি ফিরে পায়।

দুর্ঘটনার সময় সেনাবাহিনীর এই সহযোগীতা পেয়ে খুশি সাধারণ মানুষজন। এই উদ্ধার তৎপরতা সম্পর্কে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন জানায়, জনগণের নিরাপত্তা ও দুর্যোগে সহায়তা করা আমাদের দায়িত্ব, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।