সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

দাবি নয়, দায়িত্ব নিয়েই রাজপথে নেমেছে তরুণরা: নাহিদ ইসলাম

Fresh News রিপোর্ট
জুলাই ২৭, ২০২৫
৭:৩০ অপরাহ্ণ

তরুণরা শুধু দাবি তুলতে নয়, দায়িত্ব নিতে রাজপথে নেমেছে – এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের সংস্কার, নতুন সংবিধান ও বিচার প্রতিষ্ঠায় তরুণরাই এখন মূল নেতৃত্বে।

রোববার নেত্রকোণার পুরাতন কালেক্টরেট মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার, নতুন সংবিধান প্রণয়ন এবং গণপরিষদ নির্বাচনের দাবি তুলে ধরেন।

নাহিদ ইসলাম বলেন, একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে দেশের সাধারণ মানুষ এবং জুলাই অভ্যুত্থানের তরুণ প্রজন্মই বাংলাদেশের নতুন সংবিধান নির্ধারণ করবে। জাতীয় নাগরিক পার্টি তরুণদের ক্ষমতায়ন ও সব বয়সের মানুষের মর্যাদা রক্ষায় কাজ করছে।

তিনি বলেন, আমাদের দল কেবল রাজনৈতিক শক্তি নয়, এটি একটি দায়িত্বশীল নাগরিক মঞ্চ। অভিভাবকদের প্রতি আহ্বান—আপনারা আমাদের পাশে থাকুন, পরামর্শ দিন। আমরা প্রতিটি জেলায় গিয়ে মানুষের কথা শুনছি, শহীদ তরুণদের স্বপ্নের কথা বলছি, তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্বাধীনতা সংগ্রামের পর দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা। এটি একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনতার গণপ্রতিরোধ ছিল, যেখানে ১৬ বছর ধরে নির্যাতনের শিকার মানুষ রাস্তায় নেমে এসে পরিবর্তনের ডাক দিয়েছিল।

তিনি বলেন, এই আন্দোলনের অন্যতম দাবি ছিল – ফ্যাসিস্ট সরকার এবং তাদের বাহিনী যারা খুন, গুম, নির্যাতন, লুটপাট চালিয়েছে—তাদের বিচার। বাংলাদেশে মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব, মানবিক মর্যাদা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এনসিপি কাজ করে যাবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ এনসিপির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।