সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সেন্ট মার্টিনে জোয়ারের তাণ্ডবে ১১টি হোটেল-রিসোর্ট ক্ষতিগ্রস্ত

Fresh News রিপোর্ট
জুলাই ২৮, ২০২৫
৬:০৭ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে উত্তাল সমুদ্রের ঢেউয়ের আঘাতে সেন্ট মার্টিনের উপকূলীয় এলাকা লন্ডভন্ড হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১১টি হোটেল-রিসোর্ট।

গত দুই দিনে বড় বড় ঢেউ উপকূলে আছড়ে পড়ায় সেন্ট মার্টিনের পাকা স্থাপনাসহ গাছপালা ও বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১-৩ ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হওয়ায় দ্বীপের একাধিক অংশ প্লাবিত হয়েছে।

ক্ষতিগ্রস্ত হোটেলগুলোর মধ্যে রয়েছে—হোটেল অবকাশ পর্যটন, নোনাজল বীচ রিসোর্ট, আটলান্টিক রিসোর্ট, বীচ ক্যাম্প রিসোর্ট, নিল হাওয়া বীচ রিসোর্ট, শান্তি নিকেতন বীচ রিসোর্ট, মেরিন বীচ রিসোর্ট, পাখি বাবা রিসোর্ট, সি-ভিউ রিসোর্ট, ড্রিমার্স প্যারাডাইস রিসোর্ট এবং সানডে বিচ রিসোর্ট।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, ঢেউয়ের আঘাতে গাছপালা ভেঙে পড়েছে এবং লবণাক্ত পানিতে শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এমন ভয়াবহ জোয়ার দ্বীপবাসী এর আগে কখনো দেখেনি।

স্থানীয় বাসিন্দা ওসমান জানান, সমুদ্র সংলগ্ন হোটেলগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং পানি নামার পর ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হচ্ছে। আরেক বাসিন্দা আব্দুল মালেক বলেন, দ্বীপে টেকসই বেড়িবাঁধের প্রয়োজনীয়তা এখন আরও প্রকট হয়ে উঠেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান জানিয়েছেন, সেন্ট মার্টিনে কয়েকটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।