মঙ্গলবার
৫ই আগস্ট, ২০২৫
২১শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কামারখন্দে গণঅভ্যুত্থান বর্ষপূতী উপলক্ষে বিএনপির বিজয় মিছিল

Fresh News রিপোর্ট
আগস্ট ৫, ২০২৫
৭:২৩ অপরাহ্ণ

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় গণঅভ্যুত্থানে বর্ষপূতী  উপলক্ষে বিজয় মিছিল, আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৫ আগস্ট)  সকালে উপজেলা বিএনপির উদ্যোগে এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের  সভাপতিত্বে বিজয় মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জমায়েত হয়। পরে সভায় নেতারা বক্তব্যে বলেন, একবছর আগে ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের। দিনটি বিজয়ের। রাহুমুক্ত বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তীকালীন সরকার ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। ২০২৪ সালের জুলাই আগষ্টের গণঅভুত্থানেই দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। ছাত্র জনতা, কৃষক শ্রমিক, নারী শিশু বৃদ্ধ, সাংবাদিক, শ্রমজীবী, পেশাজীবী, ফ্যাসিস্টের গুলির নিশানা থেকে কাউকেই রেহাই দেয়া হয়নি।

কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম সাকলাাইন চঞ্চল, যুগ্ম সম্পাদক শম্ভু নাথ দাস, সারোয়ার হোসেন, কামারখন্দ উপজেলা যুবদলের আহবায়ক এম এ আলীম মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, জামতৈল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, রায়দৌলত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান , ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ, ঝাঐল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল আলীম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা সোহেল মাহমুদ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসনাতে রাব্বী সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলাম প্রমুখ । এছাড়াও আনন্দ মিছিলে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার জনগন অংশগ্রহণ করেন।