অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুরে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিটি এ প্রতিবেদন পেশ করে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অর্থনীতির প্রতিটি খাত আলাদাভাবে বিশ্লেষণ করে উন্নয়নের গল্পের আড়ালে অর্থ লুটপাটের চিত্র ফুটিয়ে তুলেছে এ প্রতিবেদন। উন্নয়ন পরিসংখ্যানকে কৃত্রিমভাবে সাজানোর বিষয়টি তুলে ধরে বলা হয়েছে, ভেতরে ছিল লুটপাটের মহাযজ্ঞ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, “এই প্রতিবেদন একটি ঐতিহাসিক দলিল। আর্থিক খাতে যা ঘটেছে, তা আতঙ্কজনক। এই বিষয়গুলো আমাদের সামনে ঘটলেও কেউ কথা বলেনি।”
প্রতিবেদনে আরও উঠে এসেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া সরকারের আমলে আর্থিক দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, এবং পরিসংখ্যান ম্যানিপুলেশনের নানা দিক। এটি দেশের অর্থনীতি পুনর্গঠনে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে।