বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

মমতার বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২, ২০২৪
৬:৪৯ অপরাহ্ণ

ঢাকা, ২ ডিসেম্বর: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জন্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবনা কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি মমতার এই বক্তব্যকে রাজনৈতিকভাবে সঠিক পদক্ষেপ নয় বলে অভিহিত করেছেন।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে একটি ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থান নিয়ে আলোচনার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “উনি (মমতা) কেন এমন বক্তব্য দিয়েছেন, তা আমি বুঝতে পারছি না। এটি রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের জন্য সহায়ক হবে না।”

ভারত-বাংলাদেশ সম্পর্ক ও ফরেন অফিস কনসালটেশন (এফওসি):
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চলতি মাসে ঢাকায় সফরের কথা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন এফওসি নিয়ে কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “দুই পক্ষের পারস্পরিক স্বার্থ ঠিক রেখে সম্পর্ক এগিয়ে নিতে হবে। আমরা ভারতের সঙ্গে স্বাভাবিক ও সুসম্পর্ক চাই। তবে আন্তরিকতার চেয়ে স্বার্থই এখানে বড় বিষয়।”

ভারতীয় ভিসা ও পশ্চিমবঙ্গের প্রভাব:
ভারতীয় ভিসা বন্ধ থাকার কারণে চিকিৎসা ও অন্যান্য কাজে বাংলাদেশিদের ভারত যেতে বাধাগ্রস্ত হওয়ার বিষয়েও তিনি মন্তব্য করেন। তৌহিদ হোসেন বলেন, “কলকাতার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতের বৃহত্তর স্বার্থে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি তাদের বিবেচনা করতে হবে।”

মমতার প্রস্তাব এবং সাম্প্রতিক কূটনৈতিক আলোচনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিষয়টি কেবল ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেই নয়, পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির জন্যও তাৎপর্যপূর্ণ হতে পারে।