গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, ফলে এখন পর্যন্ত নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজার ৫০০ জনে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকে চলমান এই হামলায় এক লাখ ৫ হাজার ৩৫৮ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বার্তাসংস্থা আনাদোলু’র এক প্রতিবেদনে জানানো হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
নিরলস হামলার ফলে বহু মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছেন এবং উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছাতে পারছে না। স্বাস্থ্য কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে আরও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এ পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল তাদের আক্রমণ বন্ধ করেনি।
ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন, এবং বর্তমানে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট চলছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
এছাড়া, গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, যা মানবিক সংকট আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছে।