বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য: “ভারত ছাড়া বাংলাদেশ টিকতে পারবে না”

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৩, ২০২৪
১১:৪১ পূর্বাহ্ণ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, ভারতের সমর্থন ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না। গত রোববার (১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনই নাউ এই মন্তব্যের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, “হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে তথাকথিত নৃশংসতার” অভিযোগে বাংলাদেশের শাসনব্যবস্থার অবনতি ঘটেছে। একই সঙ্গে তিনি হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে মানিক সাহা বলেন, “চিন্ময় দাস প্রভুর মতো ব্যক্তিদের গ্রেপ্তার করা অগ্রহণযোগ্য। ভারত সরকার এই ইস্যুতে সক্রিয় রয়েছে, তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আরও সতর্ক থাকা প্রয়োজন।”

তিনি আরও দাবি করেন, “ভারত বাংলাদেশকে বিদ্যুৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পদ সরবরাহ করে। মৈত্রী সেতু এবং আগরতলা-বাংলাদেশ ট্রেন পরিষেবা পারস্পরিক বাণিজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য, তবে কিছু ঘটনা এই সহযোগিতায় বাধা সৃষ্টি করছে।”

সমালোচনার মুখে মানিক সাহা

বাংলাদেশের বিষয়ে এমন মন্তব্য আগেও করেছেন মানিক সাহা। গত সেপ্টেম্বরেও তিনি দাবি করেছিলেন, “ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না।”

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এসব মন্তব্য নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা এবং সমালোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও কূটনৈতিক ভারসাম্যের বিষয়টি মাথায় রেখে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত।