বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি আবারও পিছিয়ে গেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত দিনে তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় এবং রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করায় আদালত শুনানির নতুন তারিখ ২০২৫ সালের ২ জানুয়ারি ধার্য করেন।
আদালত জানিয়েছেন, মামলাটি দায়রা জজ আদালতে অপেক্ষমাণ থাকায় উচ্চ আদালত কিংবা ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানির কোনো সুযোগ নেই।
চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এবং তার জামিন আবেদন আগেও নামঞ্জুর করা হয়। বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে।