বাংলাদেশে সন্ত্রাসী হামলা হওয়ার আশঙ্কা প্রকাশ করে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য সরকার। যদিও হামলার স্থান নির্দিষ্ট করে বলা হয়নি, তবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান অঞ্চলে ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
৩ ডিসেম্বর হালনাগাদ করা সতর্কবার্তায় যুক্তরাজ্য সরকার জানায়, জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা এবং রাজনৈতিক সমাবেশে হামলা হতে পারে। বিশেষ করে কিছু সন্ত্রাসী গোষ্ঠী ইসলামবিরোধী মতাদর্শ বা জীবনধারা ধারণকারী ব্যক্তিদের টার্গেট করেছে। এর পাশাপাশি সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের সদস্য এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীও হামলার লক্ষ্য হতে পারে।
আগের বছরের জুলাই ও আগস্টে বাংলাদেশজুড়ে সহিংসতার ঘটনায় বহু মানুষ নিহত এবং আহত হয়েছে, যা পরিস্থিতির আরও উদ্বেগজনক করে তুলেছে। এসব হামলা ঠেকাতে বাংলাদেশি কর্তৃপক্ষ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হতে পারে।
যুক্তরাজ্য সরকার আরও জানায়, বাংলাদেশে ভ্রমণরত ব্রিটিশ নাগরিকদের পুলিশ স্টেশন বা অন্যান্য নিরাপত্তা বাহিনীর উপস্থিতি যেখানে বেশি, এমন স্থানগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে।
এদিকে, রাঙামাটি জেলা প্রশাসনও পর্যটকদের জন্য সাজেক ভ্যালি ভ্রমণে সতর্কতা জারি করেছে। ৩ ডিসেম্বর সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, রাঙামাটি পার্বত্য এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আগামী ৪ ডিসেম্বর থেকে সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, সাজেকের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।