বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

যুক্তরাষ্ট্র দূতাবাসে কটন ডে ২০২৪ উদযাপন

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১১, ২০২৪
৩:২১ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) ও কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের (সিসিআই) উদ্যোগে কটন ডে ২০২৪ উদযাপন করা হয়েছে বাংলাদেশে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) আইসিসিবিতে অনুষ্ঠিত এ আয়োজনে তুলা ও তৈরি পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদাররা অংশ নেন এবং টেকসই পোশাক সরবরাহ চেইন নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন বলেন, “আমেরিকার তুলা চাষীরা উন্নত কৃষি প্রযুক্তি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সেরা মানের তুলা উৎপাদন করেন, যা টেকসই চাহিদা পূরণে সক্ষম।” তিনি যুক্তরাষ্ট্রের তুলাকে বৈশ্বিক টেক্সটাইল প্রস্তুতকারকদের পছন্দের উৎস হিসেবে তুলে ধরেন।

কটন ডে-র প্রধান আকর্ষণ ছিল ‘ইউ.এস. কটন ট্রাস্ট প্রোটোকল’, যা ব্র্যান্ড ও রিটেইলারদের জন্য টেকসইভাবে উৎপাদিত তুলা সরবরাহ নিশ্চিত করে। বর্তমানে এই কর্মসূচি বাংলাদেশে ২০০টিরও বেশি সরবরাহকারী সদস্য এবং ৩০টিরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাকে অন্তর্ভুক্ত করেছে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বাংলাদেশের তৈরি পোশাক খাতে মানসম্পন্ন কাঁচামালের গুরুত্ব তুলে ধরেন। তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের শক্তিশালী বাণিজ্য সম্পর্কের উপরও গুরুত্বারোপ করেন, বিশেষ করে ২০২৩ সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের তুলার রপ্তানি মূল্য ৩৩৭ মিলিয়ন ডলার ছিল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুলা স্পিনিং মিল, তৈরি পোশাক প্রস্তুতকারক, ব্র্যান্ড এবং বাণিজ্য প্রতিনিধিরা, যারা টেকসই চর্চা, সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ে সহায়তা করতে একত্রিত হন। আলোচনা থেকে টেকসই উন্নয়ন, উদ্ভাবন এবং বৈশ্বিক টেক্সটাইল শিল্পে নিয়ম মেনে চলার গুরুত্ব উঠে আসে।