বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

স্থায়ী ক্যাম্পাসের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১৮, ২০২৪
৩:৪৬ অপরাহ্ণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে শিক্ষার্থীরা এক মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অস্থায়ী প্রশাসনিক ভবন-১ এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে বলেন, “তোমাদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২২৫ একর জমিতে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা উচিত। এই দাবিতে আমার প্রশাসনের কোনো দ্বিমত নেই। তবে, অর্থ বরাদ্দ না পাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার কাজ শুরু হতে পারেনি।”

তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের জমি থাকা সত্ত্বেও অর্থের অভাবে সাত বছর পার হলেও স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হয়নি, তবে তিনি আশাবাদী যে সরকারের সহায়তায় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

অবশেষে, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি তাদের কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান এবং বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক।” ভাইস-চ্যান্সেলরের আশ্বাসের পর শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করেন।