বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

শুরু হলো ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২৯, ২০২৪
১০:১৫ পূর্বাহ্ণ

 

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হলো আলোচিত ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া। এই আবেদন চলবে আগামী ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এর আগে এক দফা আবেদন স্থগিত হওয়ার পর নতুন তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবারের আবেদন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসে আবেদন ফি এবং মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়েছে। এবার ভাইভার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা।

গত ২৬ ডিসেম্বর নতুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বলা হয়, আবেদন প্রক্রিয়ার বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ১ নভেম্বর ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

এবারের বিসিএসে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭ এবং নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। নতুন বিজ্ঞপ্তিতে কিছু নতুন পদও যোগ করা হয়েছে।

এর আগে পিএসসির এক বিজ্ঞপ্তিতে ১০ ডিসেম্বর থেকে আবেদন শুরুর ঘোষণা দেওয়া হলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি না হওয়ায় পূর্ব নির্ধারিত তারিখে আবেদন শুরু করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ১১ ডিসেম্বর সরকার চাকরিতে আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি করলে জটিলতা কেটে যায় এবং নতুন তারিখ ঘোষণা করা হয়।

৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বয়সসীমা বা অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে।