সোমবার
৪ঠা আগস্ট, ২০২৫
২০শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঢাবিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৮ম নন-ফিকশন বইমেলা

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৩০, ২০২৪
৮:৫৫ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তার যৌথ উদ্যোগে ৮ম নন-ফিকশন বইমেলা শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই মেলা চলছে ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে।

শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করেন। মেলায় অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থাসহ দেশের ৩৯টি প্রকাশনা সংস্থা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বইমেলা শেষ হবে আগামী সোমবার।

উপাচার্যের বক্তব্য:
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “বই কেনা ও পড়া নতুন জ্ঞান সৃষ্টি এবং তা বিতরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানের চর্চা ও বিকাশের মাধ্যমে একটি সমাজ উন্নতির পথে এগিয়ে যায়। এ ধরনের বইমেলা শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মতামত:
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন, অ্যার্ডন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন এবং অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন কান্তি নাথ।

বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাগত বক্তব্যে বইমেলার গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এই বইমেলা শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের নন-ফিকশন সাহিত্যে আগ্রহী করে তুলতে এবং জ্ঞানভিত্তিক আলোচনার মঞ্চ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।