রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের পক্ষ থেকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে সালাউদ্দিন আম্মার এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন পোষ্য কোটা নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে, যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছি এবং প্রশাসন ভবনে তালা ঝুলিয়েছি। তবে প্রশাসন এখনো কোনও সুষ্ঠু জবাব দিতে পারেনি। কোটা প্রথা দ্বিতীয় স্বাধীনতার পর একটি অপ্রয়োজনীয় এবং হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে।”
শিক্ষার্থীরা বলেন, “যদি আজকের মধ্যে পোষ্য কোটা বাতিল না হয়, তাহলে রবিবার থেকে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন করা হবে, এমনকি বিশ্ববিদ্যালয়ের বাসগুলোও ক্যাম্পাসের বাহিরে চলতে দেওয়া হবে না।”
এদিকে, আন্দোলনকারীদের অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্যসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসন ভবনে আটকা পড়েছেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি শান্ত করতে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে, কারণ তারা জানেন, এই ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর হতে পারে।