রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

দাপুটে জয়ে শেষ আটে বার্সা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১৬, ২০২৫
১১:৩০ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

রিয়াল বেতিসের বিপক্ষে ৫-১ গোলের দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠল হান্সি ফ্লিকের শিষ্যরা।

বুধবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় প্রথমার্ধে গাভি দলকে এগিয়ে যায় তারপর ব্যবধান দ্বিগুন করেন জুল কুন্দে। বিরতির পর একটি করে গোল করেন রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও ফেররান তরেস ।

শেষ দিকে পেনাল্টি থেকে পরাজয়ের ব্যবধান কমান ভিতো হকে। বার্সেলোনা টানা পরপর দুই ম্যাচে ৫ গোল করল । গত রবিবার সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে মৌসুমে প্রথম শিরোপা জিতে নেয় তারা।