বুধবার
২২শে জানুয়ারি, ২০২৫
৮ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

কঠিন পরীক্ষায় বার্সেলোনা

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
২:১৫ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

স্পেনের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর কোপা দেল রে’র শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়েছে সোমবার (২০ জানুয়ারি)।

যেখানে বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভ্যালেন্সিয়াকে। আর রিয়াল মাদ্রিদ খেলবে লেগানেসের বিপক্ষে।

চলতি মৌসুমটা ভ্যালেন্সিয়ার জন্য একেবারেই ভালো যাচ্ছে না। তবে নামের ভারে খানিক মানসিকভাবে উজ্জীবিত থাকবে দলটির খেলোয়াড়রা। অপরদিকে পুঁচকে লেগানেসের বিপক্ষে পরিষ্কার ফেভারিট রিয়াল মাদ্রিদ।

আর বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদ ও গেতাফে। আরেক ম্যাচে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনা।

কোপা দেল রে’র শেষ আটের ম্যাচ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ৪ থেকে ৬ তারিখের মধ্যে। কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারলে আবার হবে ড্র।

সেমিফাইনালের ড্র-তে এই রিয়াল ও বার্সার মধ্যেকার এল-ক্লাসিকো দেখা যেতেও পারে। আবার সেটা হতে পারে ফাইনালেও। প্রায় একদশক ধরেই কোপা দেল রে’র ফাইনালে দেখা হয়নি দুই দলের।

সর্বশেষ ২০১৪ এল-ক্লাসিকো ফাইনালে রিয়াল জিতেছিল ২-১ গোলে। প্রতিপক্ষের এমন উপহারে আলগা বল পেয়ে অনায়াসে জালে পাঠান জর্জিনিয়ো। এরপর পুরোপুরিই যেন খেই হারিয়ে ফেলে ইউনাইটেড।

ম্যাচ শেষ হওয়ার অনেক আগেই গ্যালারি ছাড়তে দেখা যায় দলটির অনেক সমর্থককে। এছাড়া দিনের আরেক ম্যাচে সাউথ্যাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট।

২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। আর সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আর্সেনাল। ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।