বুধবার
২২শে জানুয়ারি, ২০২৫
৮ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিরাজগঞ্জে জেলা পর্যায় বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
৪:৩৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় অনুর্ধ্ব ১৭ বালক-বালিকাদের  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  শুরু হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের  আয়োজনে বালক-বালিকাদের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক গনপতি রায়। পরিচালনা করেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ নুরে এলাহী।
 এসময় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়নের উপপরিচালক মোঃ শরিফুল ইসলাম,সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লুৎফর রহমান,শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদাৎ হোসেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সহ সভাপতি রকিবুল হাসান রতন,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রট,জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী Story আলামিন সেখ  সহ অন্যরা।
সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার অনুর্ধ্ব ১৭ বালক বালিকা ফুটবল দল এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী খেলায় বেলকুচি উপজেলা বালক দল টাইব্রেকার ৫-৪ গোলে শাহজাদপুর উপজেলা বালক দল কে পরাজিত করে এবং  শাহজাদপুর উপজেলা বালিকা দল ৮-০ গোলে বেলকুচি উপজেলা বালিকা দলকে পরাজিত করে। শাহজাদপুর উপজেলা বালিকা দলের জাকিয়া ৩টি ও আসমা ৩টি করে গোল করে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন রেফারি রেজাউল করিম খোকন,সহকারী রেফারী আবু হানিফ ও মোখলেছুর রহমান। ধারাবর্ণনায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ।