সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১৫, ২০২৫
৭:১১ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ খেলাডেস্ক :

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনে স্থাপনার নাম পরিবর্তন নতুন কিছু নয়। এবারও পরিবর্তন হচ্ছে অনেক স্টেডিয়ামের নাম।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, রাজধানীর পল্টনে অবস্থিত ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে পূর্বের ‘ঢাকা স্টেডিয়াম করা হয়েছে।

১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়ামের বয়স এখন ৭১ বছর। দীর্ঘ সময়ে স্টেডিয়ামটির নাম ‘ঢাকা স্টেডিয়াম থাকলেও ১৯৯৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন স্টেডিয়াম নাম বদলে ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম করা হয়।

দেশের ক্রিকেট-ফুটবলের ঐতিহাসিক সব ম্যাচের সাক্ষী যেমন হয়েছে, তেমনি ক্রিকেট বিশ্বকাপ, সাফের মতো বড় বড় ইভেন্টও হয়েছে এই স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে পা পড়েছে বিশ্বের কত বড় বড় স্বনামধন্য ক্রীড়াবিদের।

২০০৫ সাল থেকে ক্রিকেট চলে যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর ফুটবল, অ্যাথলেটিকসের জন্য নিবেদিত হলেও গত চার বছর স্টেডিয়ামটি খেলাশূন্য সংস্কার কাজের জন্য। শুধু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামই নয়, গত এক সপ্তাহে দেশের ১৫০টি স্টেডিয়ামের নাম বদল করা হয়েছে। এর আগে উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল। তবে জাতীয় ক্রীড়া পরিষদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি স্টেডিয়ামের নাম সংশ্লিষ্ট উপজেলার নামে করা হয়েছে।