শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

‘অপারেশন ডেভিল হান্ট’-এ ১১,৩১৩ জন গ্রেপ্তার

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৮, ২০২৫
৮:৩০ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৮ ফেব্রুয়ারি থেকে আজ শুক্রবার পর্যন্ত মোট ১১,৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তাদের ফেব্রুয়ারি মাসের মানবাধিকার প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

বিশেষ অভিযানের পটভূমি দেশে সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানোর সিদ্ধান্ত নেয়।

গ্রেপ্তারকৃতদের সংখ্যা ও পরিচয় পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় ১১,৩১৩ জন গ্রেপ্তার। বিভিন্ন নতুন ও পুরোনো মামলায় আরও ২০,৩৭২ জন গ্রেপ্তার। এমএসএফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের কর্মী।

অভিযানের সূত্রপাত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ থেকে ১৬ শিক্ষার্থী আহত হন। এই ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ অভিযানের সিদ্ধান্ত নেয় এবং ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। মানবাধিকার সংগঠনের পর্যবেক্ষণ এমএসএফ গণমাধ্যমের খবর ও নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে, যা আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো হয়েছে।