ফ্রেশ নিউজ :
গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক হত্যা মামলায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাসহ মোট ১২ জনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছে আদালত।
বুধবার সকালে তাদের প্রত্যেককে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শুনে ও মামলার গুণাগুণ বিচার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এসব আদেশ দেন ৷
নতুন করে গ্রেফতার হওয়াদের তালিকায় আছেন— আ লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক; সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান; সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী তাজুল ইসলাম; ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম; সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম; সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার; সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহম্মেদসহ ১২ জন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অপরদিকে আসামি পক্ষের অভিযোগ, পরিস্থিতির কারণে জামিন পাচ্ছেন না তারা।