শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ছাত্রদল নেতার মৃত্যু

Fresh News রিপোর্ট
মার্চ ২০, ২০২৫
১:৪৭ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ (২৭) মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল বুধবার রাত ৯টায় তার মৃত্যু হয়।

স্থানীয়, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ নিয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরউদ্দিন বাজার এলাকায় স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আহত হন রাশেদসহ ১০ জন। পরে গুরুতর আহত রাশেদকে প্রথমে চরফ্যাশন হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হয়ে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে রাত ৯টার দিকে তিনি মারা যান।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির রাশেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান , এ ঘটনায় নিহতের ভাই রাতেই থানায় অভিযোগ দিয়েছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।