শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মোটরসাইকেল-বাইসাইকেলের সংঘর্ষে নিহত ১

Fresh News রিপোর্ট
এপ্রিল ১, ২০২৫
২:১২ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতির মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে মো. ইদ্রিস আলী (৪২) নামের একজন নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে আটটার দিকে তাড়াশ- কাটাগাড়ী আঞ্চলিক সড়কের সেরাজপুর উকিলের পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ইদ্রিস আলী । তিনি তাড়াশ পৌর এলাকার ভাদাস মধ্যপাড়ার মধু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. শ্যামল কর।

স্থানীয়রা জানান, কৃষক ইদ্রিস আলী রাত সাড়ে ৮টার দিকে ফসলের জমিতে সেচ দিয়ে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তিনি তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের সেরাজপুর উকিলের পুকুর পাড় এলাকায় আসলে একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা ইদ্রিস আলীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।