ফ্রেশ নিউজ :
ঝালকাঠির নলছিটির রায়াপুর এলাকায় একই দড়িতে মা ও ছেলের লাশ ঝুলছিল । গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। রোববার সকালে গাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
উদ্ধারকৃত নারীর নাম রুবি বেগম। তিনি ওই এলাকার আবু হানিফের দ্বিতীয় স্ত্রী। ছেলেটির নাম মো. আসাদ। ঘটনাটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এলাকাবাসীর ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদেরকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হতে পারে। নলছিটি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। পুলিশ জানায়, নিহতের কারণ জানতে তদন্ত চলছে।